ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

শৈলকুপা থেকে ককটেল ও অস্ত্র উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৫
শৈলকুপা থেকে ককটেল ও অস্ত্র উদ্ধার

ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ত্রীবেনী গ্রামে অভিযান চালিয়ে ১০টি ককটেল, দু’টি শুটারগান ও একটি চাপাতি উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৬) সদস্যরা।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে অভিযান চালিয়ে এসব আগ্নেয়াস্ত্র ও ককটেল উদ্ধার করা হয়।



ঝিনাইদহ র‌্যাব-৬ ক্যাম্পের অধিনায়ক নিয়াজ মোহাম্মদ ফয়সাল বাংলানিউজকে জানান, শৈলকুপা উপজেলার ত্রীবেনি গ্রামের মেছা বাজারে দুর্বৃত্তদের অবস্থানের খবর পেয়ে ভোরে র‌্যাব সদস্যরা বাজারটি ঘিরে ফেলে। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ সময় বাজারের একটি ভবনে তল্লাশি চালিয়ে র‌্যাব ১০টি ককটেল, দু’টি শুটারগান ও একটি চাপাতি উদ্ধার করে।

ঝিনাইদহ র‌্যাব-৬ ক্যাম্পের সহকারী পুলিশ সুপার নুরুজ্জামান বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে শৈলকুপা থানায় একটি মামলা করা হবে বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ১১০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।