ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

আহ্বায়ক শামসুল হুদা

আবারও সংলাপের আহ্বান নাগরিক সমাজের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৫
আবারও সংলাপের আহ্বান নাগরিক সমাজের এটিএম শামসুল হুদা

ঢাকা: চলমান রাজনৈতিক সংকট নিরসনে দেশের সক্রিয় রাজনৈতিক দলগুলোকে আবারও সংলাপে বসার আহ্বান জানিয়েছে ‘উদ্বিগ্ন নাগরিক সমাজ’।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ আহ্বান জানানো হয়।



সংবাদ সম্মেলনের শুরুতেই জানানো হয়, পেশাজীবীদের সমন্বয়ে গঠিত নাগরিক সমাজের আহ্বায়ক হিসেবে সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদাকে আহ্বায়ক করা হয়েছে। আর এর সদস্য হিসেবে থাকছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. আকবর আলী খান, শিক্ষাবিদ ড. জামিলুর রেজা চৌধুরী, সিএম শফী সামী, রাশেদা কে চৌধুরী, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) সাবেক সভাপতি রোকেয়া আফজাল রহমান, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) প্রধান এম হাফিজউদ্দিন খান, বেসরকারি সংস্থা পলিসি রিসার্চ ইন্সটিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক ড. আহসান মনসুর, কলাম লেখক সৈয়দ আবুল মকসুদ, সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) এসএম শাহজাহান, বিজিএমইএ’র সাবেক প্রেসিডেন্ট আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার ও আইনজীবী শাহদীন মালিক।

এছাড়া, শুরুতে নাগরিক সমাজের সঙ্গে কয়েকটি রাজনৈতিক দলের নেতা থাকলেও অরাজনৈতিক প্রতিনিধি পরিষদ গড়ার লক্ষ্যে আলোচনা করে তাদের সরিয়ে দেওয়া হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

নবগঠিত এ প্রতিনিধি পরিষদের প্রধান এটিএম শামসুল হুদা বলেন, সংলাপ হতেই হবে, দেশের সকল সক্রিয় রাজনৈতিক দল ও বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিদের কার্যকর অংশগ্রহণের ভিত্তিতে সংলাপের উদ্যোগ গ্রহণ করার জন্য প্রথমেই সরকারকে অনুরোধ করছি। এ ব্যাপারে রাষ্ট্রপতিকে বিশেষ ভূমিকা রাখার অনুরোধ করছি।

তিনি বলেন, আমরা সংবিধানের মূলনীতির প্রতি বিশ্বাস ও কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠার ব্যাপারে অঙ্গীকারাবদ্ধ।

নাগরিক সমাজের পক্ষে সাবেক এ সিইসি বলেন, সহিংসতা ও সংঘর্ষ বন্ধ করে সংলাপের পরিবেশ সৃষ্টি করা হলেই সংকট নিরসনে আমরা ভূমিকা রাখতে পারবো।

এর আগেও সম্প্রতি গোলটেবিল আলোচনায় সংলাপের প্রস্তাব গ্রহণ করে এ ব্যাপারে উদ্যোগ গ্রহণ করার জন্য রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বরাবর চিঠি পাঠায় নাগরিক সমাজ।

বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৫/আপডেট ১২৩০ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।