ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

সারিয়াকান্দিতে মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫
সারিয়াকান্দিতে মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড ছবি: প্রতীকী

সারিয়াকান্দি (বগুড়া): বগুড়ার সারিয়াকান্দিতে মাদক (হেরোইন) সেবনের দায়ে রাশিদুল ইসলাম ওরফে কেন্দু মিয়া (৩৩) নামে এক ব্যক্তিকে পাঁচ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাকিল মাহমুদ এ নিদের্শ দেন।

 

দণ্ডপ্রাপ্ত রাশিদুল উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের কাটাখালী গ্রামের লুৎফর রহমানের ছেলে।

সারিয়াকান্দি থানার উপপরিদর্শক (এসআই) রতন কুমার বাংলানিউজকে জানান, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের রামচন্দপুর বাজার সংলগ্ন বাঙ‍ালি নদীর পাড়ে রাশিদুলকে হেরোইন সেবন করতে দেখে আটক করে পুলিশ। পরে বিকেলে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত এ সাজা দেয়।
 
বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।