সারিয়াকান্দি (বগুড়া): বগুড়ার সারিয়াকান্দিতে মাদক (হেরোইন) সেবনের দায়ে রাশিদুল ইসলাম ওরফে কেন্দু মিয়া (৩৩) নামে এক ব্যক্তিকে পাঁচ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাকিল মাহমুদ এ নিদের্শ দেন।
দণ্ডপ্রাপ্ত রাশিদুল উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের কাটাখালী গ্রামের লুৎফর রহমানের ছেলে।
সারিয়াকান্দি থানার উপপরিদর্শক (এসআই) রতন কুমার বাংলানিউজকে জানান, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের রামচন্দপুর বাজার সংলগ্ন বাঙালি নদীর পাড়ে রাশিদুলকে হেরোইন সেবন করতে দেখে আটক করে পুলিশ। পরে বিকেলে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত এ সাজা দেয়।
বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫