ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করে ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের সাফল্য কামনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব আশরাফুল আলম খোকন বাংলানিউজকে এ কথা জানান।
তিনি জানান, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে নরেন্দ্র মোদীর কথা হয়। প্রথমে নরেন্দ্র মোদীর পিএস-টু প্রধানমন্ত্রীর একজন এডিসিকে ফোন করেন। পরে দুই প্রধানমন্ত্রী কথা বলেন।
কথোপকথনে মোদী ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ দলের সাফল্য কামনা করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বিশ্বকাপে ভারতীয় দলের সাফল্য কামনা করেন।
ভারতের প্রধানমন্ত্রী এই কথপোকথনের বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে টুইটও করেন। এতেও তিনি নিজের দেশ ভারত ছাড়াও বাংলাদেশসহ কয়েকটি দেশের খেলোয়াড়দের ক্রিকেট বিশ্বকাপে সাফল্য কামনা করেন ও অভিনন্দন জানান।
টুইটে তিনি লেখেন, স্পোক টু প্রেসিডেন্ট আশরাফগণি, পিএম শেখ হাসিনা, পিএম নওয়াজ শরীফ অ্যান্ড প্রেসিডেন্ট সিরিসেনা, কনভেইড মাই বেস্ট উইশেজ ফর দ্য ক্রিকেট ওয়ার্ল্ড কাপ।
বাংলাদেশ সময় ১২০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৫