কুষ্টিয়া: কুষ্টিয়া সরকারি কলেজের পুকুরের পানিতে ডুবে সৌরভ (২২) নামে এক ছাত্রের মৃত্যু হয়েছে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
কলেজের অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র সৌরভের বাড়ি মেহেরপুর জেলার গাংনী উপজেলায়। তিনি কুষ্টিয়ার একটি মেসে থেকে লেখাপড়া করতেন।
ওই বিভাগের প্রভাষক রুহুল আমিন জানান, সৌরভ সকালে পুকুরের পাশে বসে গিটার বাজাচ্ছিলেন। এরপর তিনি পুকুরে সাঁতার কাটতে নেমে ডুবে যান। স্থানীয়ভাবে প্রায় দেড় ঘণ্টা খোঁজাখুঁজির পর তার মৃতদেহ পাওয়া যায়।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১০৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫