রাজশাহী: ফুলেল বসন্ত, মধুময় বসন্ত, যৌবনের উদ্দামতা বয়ে আনার বসন্ত আজ। আনন্দ, উচ্ছ্বাস ও উদ্বেলতায় মন-প্রাণ কেড়ে নেওয়ার দিন প্রহেলা ফাল্গুন।
তাই বর্ণাঢ্য নানা আয়োজনে রাজশাহীতে প্রাণের উচ্ছ্বাসে চলছে বসন্তবরণ উৎসব। বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের মানুষ বিভিন্নভাবে ঋতুরাজ বসন্তকে বরণ করছে। শোভাযাত্রাসহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হচ্ছে বসন্তবরণ উৎসব।
এছাড়া মহানগীরতে আবীর ও ফুলের প্রীতিবন্ধনীর পাশাপাশি চলছে নাচ ও গানের আয়োজনও। বিকাল সাড়ে ৩টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত একযোগে এসব অনুষ্ঠান চলবে নগরীর ফুদকিপাড়া উন্মুক্ত মঞ্চসহ বিভিন্ন স্থানে। দিনটি উপলক্ষে সকাল থেকে তারুণ্যের ঢল নেমেছে মহানগরীর বড়কুঠি পদ্মাপাড়ে, টি-বাঁধ, কেন্দ্রীয় উদ্যান ও ভদ্রার শহীদ মনসুর রহমান পার্কে।
বঙ্গাব্দ ১৪০১ সাল থেকে প্রথম বসন্ত উৎসব উদ্যাপন করার রীতি চালু হয়। সেই থেকে বসন্ত উৎসব উদ্যাপন করে আসছে বাঙালিরা।
বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৫