ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

গোয়ালন্দে ৫০ কেজি জাটকা জব্দ

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৫
গোয়ালন্দে ৫০ কেজি জাটকা জব্দ ছবি: সংগৃহীত

গোয়ালন্দ (রাজবাড়ী): রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়াঘাট ও গোয়ালন্দ বাজারে অভিযান চালিয়ে ৫০ কেজি জাটকা (ছোট ইলিশ) উদ্ধার করেছে স্থানীয় মৎস্য কার্যালয়।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে এ জাটকাগুলো জব্দ করা হয়।



গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা বাংলানিউজকে জানান, সরকারি নিষেধাজ্ঞা থাকা সত্বেও জাটকা ধরা, বিক্রি ও মজুদ বন্ধে নিয়মিত অভিযানে সকালে ৫০ কেজি জাটকা জব্দ করা হয়। পরে জব্দকরা জাটকাগুলো গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ ঘোষের নির্দেশে স্থানীয় আল জামিয়া নিয়ামিয়া মাদ্রাসার এতিমখানার শিক্ষার্থীদের জন্য দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৩১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।