সাতক্ষীরা: সাতক্ষীরার তালা উপজেলার বালিয়াদহা গ্রামের একটি বাড়ি থেকে পাঁচটি পেট্রোল বোমা উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৬) সদস্যরা।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ভোরে ওই গ্রামের রাশেদ সানার বাড়ি থেকে এ বোমাগুলো উদ্ধার করা হয়।
সাতক্ষীরা ক্যাম্পের কমান্ডার সহকারী পুলিশ সুপার (এএসপি)মিজানুর রহমান বাংলানিউজিকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাশেদ সানার বাড়ি থেকে পাঁচটি পেট্রোল বোমা উদ্ধার করা হয়। এ ঘটনায় রাশেদ সানাকে পলাতক দেখিয়ে তালা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৫