ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

তালায় ৫টি পেট্রোল বোমা উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৫
তালায় ৫টি পেট্রোল বোমা উদ্ধার

সাতক্ষীরা: সাতক্ষীরার তালা উপজেলার বালিয়াদহা গ্রামের একটি বাড়ি থেকে পাঁচটি পেট্রোল বোমা উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৬) সদস্যরা।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ভোরে ওই গ্রামের রাশেদ সানার বাড়ি থেকে এ বোমাগুলো উদ্ধার করা হয়।

তবে, এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি।

সাতক্ষীরা ক্যাম্পের কমান্ডার সহকারী পুলিশ সুপার (এএসপি)মিজানুর রহমান বাংলানিউজিকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাশেদ সানার বাড়ি থেকে পাঁচটি পেট্রোল বোমা উদ্ধার করা হয়। এ ঘটনায় রাশেদ সানাকে পলাতক দেখিয়ে তালা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।