জয়পুরহাট: জয়পুরহাট শহরের বৈরাগীর মোড় থেকে একশ ১৯ বোতল ফেনসিডিল ও চার পিস ইয়াবাসহ রুবেল হোসেন (২৭) নামে এক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে ওই এলাকা থেকে তাকে আটক করা হয়।
জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের অধিনায়ক মেজর আব্দুর রহিম বাংলানিউজকে জানান, আটক ব্যবসায়ীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জয়পুরহাট থানায় পাঠানো হবে।
বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৫