ধুনট (বগুড়া): বগুড়ার ধুনটে স্কুলছাত্রীকে উত্যক্ত করার দায়ে নাঈম হোসেন (১৮) নামে বখাটে যুবককে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাফিজুর রহমান এ আদেশ দেন।
নাঈম হোসেন ওই উপজেলার গোপালনগর গ্রামের সাইদুর রহমানের ছেলে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বাংলানিউজকে জানান, উপজেলার মহিশুরা গ্রামের নুরমোহাম্মাদের মেয়ে গোপালনগর ইউএকে উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী বাড়ি থেকে স্কুলে যাচ্ছিল। পথে নাঈম হোসেন তাকে উত্যক্ত করলে স্থানীয়রা ওই যুবকে ধরে পুলিশে দেন।
পরে ওই যুবকে ভ্রাম্যমাণ আদালতের হাজির করলে বিচারক তাকে এক মাসের কারাদণ্ড দিয়ে বগুড়া কারাগারে পাঠায়।
বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৫