জয়পুরহাট: জয়পুরহাট শহরের অদূরে পারুলিয়া এলাকায় ট্রেনে নিচে কাটা পড়ে দিলীপ (১৮) নামে এক গার্মেন্টস কর্মীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জয়পুরহাট সদর থানার উপ পরিদর্শক (এসআই) আব্দুল আলীম বাংলানিউজকে জানান, সকালে চিলাহাটি থেকে রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনে নিচে কাটা পড়ে ওই যুবক। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
সান্তাহার জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহিদ ইকবাল বাংলানিউজকে জানান, মৃতদেহ উদ্ধারের জন্য পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৫