কুড়িগ্রাম: নাশকতামূলক কর্মকাণ্ডের আশঙ্কায় কুড়িগ্রামে বিএনপি ও জামায়াত-শিবিরের আট নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকদের মধ্যে পাঁচজন জামায়াত-শিবিরের নেতাকর্মী এবং তিন জন বিএনপি-যুবদলের কর্মী। এর মধ্যে উলিপুর উপজেলা শিবিরের সভাপতি নজরুল ইসলাম রয়েছেন।
পুলিশ জানায়, বিশেষ অভিযান চালিয়ে উলিপুর উপজেলা শিবিরের সভাপতি নজরুল ইসলাম ও কর্মী মাইদুল ইসলাম, নাগেশ্বরীতে জামায়াত কর্মী আব্দুস সোবহান, রৌমারীতে জামায়াত কর্মী সহোদর জয়নাল আবেদীন ও আব্দুল মান্নান, ফুলবাড়ীতে বিএনপি কর্মী জিয়াউল হক, রাজীবপুরে বিএনপি কর্মী রাশেদুল ইসলাম এবং রাজারহাটে যুবদল কর্মী আমিনকে আটক করা হয়েছে।
কুড়িগ্রাম পুলিশ সুপার ডা. মোহাম্মদ তবারক উল্লাহ এসব বিষয় নিশ্চিত করে বাংলানিউজকে জানান, নাশকতামূলক কর্মকাণ্ডের আশঙ্কায় তাদের আটক করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৫