জামালপুর: জামালপুরের ইসলামপুরে ৫০ বোতল ফেনসিডিলসহ তিন জনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বাংলানিউজকে জানান, সকাল থেকে জেলার বিভিন্ন মাদক স্পটে অভিযান চালায় পুলিশ।
এ সময় সিরাজাবাদ এলাকা থেকে মাদক ব্যবসায়ী কালাই মনি, একই এলাকার জাকির হোসেন ও মাদকসেবী আনছার আলীকে আটক করা হয়।
অভিযানকালে কালাই মনির ঘর থেকে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয় বলে জানান ওসি।
বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৫