ঢাকা: চলমান রাজনৈতিক সহিংসতার প্রতিবাদে এবং যুদ্ধাপরাধী কামারুজ্জামানের ফাঁসির রায় দ্রুত কার্যকরের দাবিতে মশাল মিছিল করেছে গণজাগরণ মঞ্চ।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টায় মশাল মিছিলটি শাহবাগ থেকে শুরু হয়।
সমাবেশে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার বলেন, চলমান রাজনৈতিক সহিংসতার দায়ভার ২০ দলীয় জোটের পাশাপাশি সরকারকেও নিতে হবে। একদিকে ২০ দল রাজনৈতিক কর্মসূচির নামে সাধারণ মানুষকে নৃশংস কায়দায় হত্যা করছে আর সরকার দেশের জনগণকে কোনো নিরাপত্তা দিতে পারছে না।
তিনি বলেন, পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা মানবতাবিরোধী অপরাধের শামিল। এই কায়দায় যারা মানুষ হত্যা করছে তাদেরও ফাঁসির দাবি জানাচ্ছি।
৬ দফা দাবিতে গণজাগরণ মঞ্চের আন্দোলন চলছে। এই দাবি আদায় না হওয়া পর্যন্ত গণজাগরণ মঞ্চের এ আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
চলমান সংলাপের বিষয়ে ডা. ইমরান বলেন, যারা সংলাপের জন্য মরিয়া হয়ে উঠেছে, তারা নাগরিক সমাজের একটি অংশ। সংলাপ করতে হলে সব শ্রেণি-পেশার মানুষকে নিয়ে সংলাপ করতে হবে।
জামায়াত-শিবিরের বিষয়ে সরকার তাদের অবস্থান স্পষ্ট করছে না উল্লেখ করে তিনি বলেন, দীর্ঘদিন ধরে জামায়াত- শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে গণজাগরণ মঞ্চসহ সারা দেশের জনগণ আন্দোলন করছে। কিন্তু সরকার এ বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না।
এর আগে একই দাবিতে গণজাগরণ মঞ্চ কালো ব্যাজ ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করে।
বাংলাদেশে সময়: ২০১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৫/আপডেটেড : ২০২৭ ঘণ্টা