ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

আটক ভারতীয়কে বিএসএফের কাছে হস্তান্তর

হিলি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৫
আটক ভারতীয়কে বিএসএফের কাছে হস্তান্তর ফাইল ফটো

হিলি(দিনাজপুর): অনুপ্রবেশের অভিযোগে আটক ভারতীয় নাগরিক প্রতিশ দাসকে(৩৩) পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কাছে হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)।

শুক্রবার বিকেল সাড়ে ৫টায় হিলি সীমান্তের চেকপোস্ট গেট দিয়ে তাকে হস্তান্তর করা হয়।



প্রতিশ দাস ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ থানা সদরের কেরেন দাসের ছেলে।

এর আগে সীমান্তে অনুষ্ঠিত পতাকা বৈঠকে বিজিবির পক্ষে উপস্থিত ছিলেন হিলি সিপি ক্যাম্পের হাবিলদার সোহরাব হোসেন এবং বিএসএফের পক্ষে হিলি ক্যাম্প কমান্ডার প্রবেশ শিং। এছাড়াও দুই বাহিনীর সৈনিকরা উপস্থিত ছিলেন।

বিজিবি হিলি সিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল মান্নান বাংলানিউজকে জানান, অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করার অভিযোগে হিলি সিপি রোডের টেম্পু স্ট্যান্ডের কাছ থেকে বুধবার দুপুরে ওই ভারতীয় নাগরিককে আটক করা হয়।

এরপর তাকে হস্তান্তরের জন্য বিজিবির পক্ষ থেকে বিএসএফকে সেদিনই চিঠি দেওয়া হয়। সে মোতাবেক তারা তাদের নাগরিককে ফেরত নিতে চাইলে শুক্রবার বিকেলে এক বৈঠকের মাধ্যমে ওই ভারতীয়কে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়।

বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।