ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

নওগাঁয় একক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৫
নওগাঁয় একক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নওগাঁ: নওগাঁ শহরের আনন্দ বাজার গীতাঞ্জলী শপিং কমপ্লেক্সের ২য় তলায় আড্ডায় কফি গ্যালারিতে শুরু হয়েছে তরুণ স্থানীয় আলোচিত্র শিল্পী অপূর্ব সাহার একক চিত্র প্রদর্শনী।

শুক্রবার সকাল ১০টার দিকে আনুষ্ঠানিকভাবে প্রদর্শনী গ্যালারির উদ্বোধন করেন নওগাঁ পৌরসভার মেয়র মো. নজমূল হক সনি।

এসময় আলোকচিত্র শিল্পী অপূর্ব সাহা ছাড়াও বিশিষ্ট শিল্পী, গণমাধ্যম কর্মী ও সুধীজন উপস্থিত ছিলেন।

আড্ডায় কফির ব্যবস্থাপনা পরিচালক তসলিমা ফেরদৌস বাংলানিউজকে জানান, এলাকার দুস্থ মানুষকে আর্থিক সহায়তা দেওয়ার লক্ষে এই চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। প্রদর্শনীটি চলবে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত। সাধারণ মানুষের জন্য উন্মুক্ত রাখা হবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত।

আলোকচিত্র শিল্পী অপূর্ব সাহা বাংলানিউজকে জানান, অসহায় মানুষের সহায়তার পাশাপাশি জেলাবাসীর সামনে এলাকার, দেশের ও দেশের বাইরের চিত্র তুলে ধরতে গ্যালারিতে ১৪০ টি ছবি প্রদর্শন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।