সিলেট: গাছগুলো ফেলে দিয়েছে তাদের ধুলোমাখা পুরাতন পাতা। ভরে গেছে সতেজ সবুজ পাতায়।
এছাড়া প্রকৃতির শুষ্কতা আর ধুলো-ধুসরিত পথই বলে দেয় এসেছে ঋতুরাজ বসন্ত।
ফাগুনের প্রথম সকালেই বাঁধভাঙা উচ্ছ্বাসে ঋতুরাজ বসন্তকে বরণ করে নিয়েছে সিলেটবাসী।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ‘আহা আজি এ বসন্তে” গান গেয়ে শ্রীহট্ট সংস্কৃত কলেজ মাঠে উৎসবের উদ্বোধন করেন সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসীন আলী।
এরপর প্রদীপ প্রজ্জ্বলন করেন লোক সংগীত শিল্পী সুষমা দাশ। এর পরেই শুরু হয় অনুষ্ঠানের মূল পর্ব। সাংস্কৃতিক অনুষ্ঠানে একে একে সিলেটের ৩২টি সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা গান, নাচ, নাটক ও আবৃত্তি পরিবেশন করেন।
বসন্তকে বরণ করে নিতে দিনব্যাপী এ উৎসবের আয়োজন করে বসন্ত আনন্দ উৎসব উদযাপন পরিষদ, সিলেট।
এদিকে বিকেল ৩টায় জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয় বসন্তবরণ উৎসব। সেখানে সিলেটের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা অংশ নেন।
এছাড়া সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাংস্কৃতিক সংগঠনগুলোও বসন্তবরণ উৎসবের আয়োজন করেছে।
দেশে রাজনৈতিক সংঘাত, অস্থিরতার মধ্যেই উৎসব প্রিয় বাঙালি এ দিনটি নানা আয়োজনের মধ্যে দিয়ে পালন করছে।
এই উৎসবের মধ্যদিয়ে হিংসা আর ধ্বংসাত্বক রাজনৈতিক কর্মসূচি বন্ধ করে কল্যাণের পথে হাটবে রাজনৈতিক দলগুলো এমনই প্রত্যাশা উৎসবে আসা দর্শক ও আয়োজকদের।
বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৫