নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ শহরের দেওভোগে দেয়াল ধসে মনির হোসেন (২০) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন মজিবুর রহমান (৪০) নামের একজন।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
নিহত মনির হোসেন শহরের বেপারীপাড়া এলাকার রজুবুল মিয়ার ছেলে।
অন্য শ্রমিকদের বরাত দিয়ে নারায়ণগঞ্জ ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাবিনা ইয়াসমিন বাংলানিউজকে বলেন, নিহত ও আহত শ্রমিকের শরীরে অনেক আঘাতের দাগ রয়েছে। দেয়াল ধসে চাপা পড়েই এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দেওভোগে নির্মাণাধীন একটি রাস্তার পাশের দেয়াল হঠাৎ করে ধসে পড়ে। এতে দেয়ালের পাশে কাজ করতে থাকা মনির হোসেন ও মজিবুর রহমান আহত হয়। হাসপাতালে নেওয়ার পথে মারা যায় মনির হোসেন।
বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৫