ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

সাদুল্যাপুরে দায়িত্বে অবহেলায় কেন্দ্র সচিবকে অব্যাহতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৫
সাদুল্যাপুরে দায়িত্বে অবহেলায় কেন্দ্র সচিবকে অব্যাহতি

গাইবান্ধা: গাইবান্ধার সাদুল্যাপুর বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এরশাদ আলীকে এসএসসি পরীক্ষা কেন্দ্র সচিবের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

দায়িত্ব অবহেলার অভিযোগে সাদুল্যাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আহসান হাবীব তাকে অব্যাহতি দেন।

  

একই সঙ্গে ওই বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক ময়নুল হককে কেন্দ্র সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।

শুক্রবার বিকেলে বিষয়টি নিশ্চিত করে সাদুল্যাপুর উপজেলা নির্বাহী অফিসার আহসান হাবীব বাংলানিউজকে জানান,  ওই বিদ্যালয় (ডি-৫৯২) কেন্দ্রে চলতি এসএসসির গণিত পরীক্ষা চলাকালে শিক্ষার্থীর তুলনায় কম প্রশ্নপত্র সরবরাহ করা হয়।

পরে অন্য কেন্দ্র থেকে প্রশ্নপত্র নিয়ে নিয়ে পরীক্ষা নেওয়া হয়। এ কারণে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২০১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।