মৌলভীবাজার: মৌলভীবাজারের রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নের কাউয়াদীঘি হাওরের কাপনিয়া বিলের দখলকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন।
শুক্রবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার আবদুল্লাপুর এলাকায় এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে আব্দুল কাদির, মনাফ মিয়া, আব্দুর রহিম, আফতরী বেগম, আমির আলী, কুটি মিয়া, রেমান আলী, আরফান, আব্দুল মজিদ, আশ্বব আলী, আব্দুল আলী, রব মিয়া, রানা মিয়া, সুহেল মিয়া, সরফরাজ আলী, আব্দুল মালিক, মিনাজ মিয়া, ফটিক মিয়া, শামিম, সুহেল মিয়া, ফারুক মিয়া, শামিম মিয়া ও মঞ্জুর আলীর নাম জানা গেছে।
তাদের মধ্যে- আফতরি বেগম, আমির আলী ও আব্দুল কাদিরকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত বাকিদের রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়।
ফতেপুর ইউনিয়নের চেয়ারম্যান মতিউর রহমান বাংলানিউজকে জানান, স্থানীয় ফজর আলী ও হাজি রফিক মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিল নিয়ে বিরোধ চলছিল। দুপুরে ফজর আলী তার লোকজন নিয়ে বিল দখল করতে গেলে রফিক মিয়ার লোকজন বাধা দেন। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে উভয় পক্ষের ২৫ জন আহত হয়।
বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৫