লালমনিরহাট: লালমনিরহাটের হাতিবান্ধায় শুক্রবার সকাল থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত অজ্ঞাত রোগে ১৩টি গরু মারা গেছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছে কৃষকরা।
হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের উত্তর জাওরানী গ্রামে এ ঘটনা ঘটে।
ভেলাগুড়ি ইউনিয়ন পরিষদের(ইউপি) চেয়ারম্যান আব্দুস সাত্তার বাংলানিউজকে জানান, সকাল থেকে গরুগুলোর মুখ দিয়ে লা লা বের হয় এবং আস্তে আস্তে পেট ফেপে মারা গেছে।
স্থানীয় প্রাণি চিকিৎসকদের চিকিৎসাপত্রেও কাজ হচ্ছে না। এ পর্যন্ত ওই গ্রামে ১৩টি গরুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই গ্রামে মেডিকেল টিম পাঠিয়েছে উপজেলা প্রাণি সম্পদ কার্যালয়।
এ এলাকার পূর্ব কাদমা গ্রামের কৃষক হরে কৃষ্ণ বর্মণ, খোকারাম বর্মণ, দেলজাহান বেওয়া, আরজু বেগম, জগবন্ধু, নয়ন মিয়ার, অজিত কুমার এবং উত্তর জাওরানীর আফছার আলী, হেলাল উদ্দিন, নুরু মিয়ার গরু মারা গেছে।
হাতীবান্ধা উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মকবুল হোসেন বাংলানিউজকে জানান, উত্তর জাওরানী গ্রামে দুই সদস্যের একটি মেডিকেল টিম পাঠানো হয়েছে। তারা চিকিৎসা করছেন। বি কিউ (বাদলা) সংক্রমণে এমনটা হতে পারে। তবে, কৃষকদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৫