ময়মনসিংহ: ফাগুনের প্রথম দিনে পেট্রোলবোমাবাজদের বিরুদ্ধে দ্রোহের আগুন ছড়িয়ে পড়েছে ফেসবুক থেকে রাজপথে।
ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের সংসদ সদস্য ও তরুণ আওয়ামী লীগ নেতা ফাহমি গোলন্দাজ বাবেল তার ফেসবুক ওয়ালে লিখেছেন, ‘চলুন আজ সবাই মিলে জাতি, ধর্ম, বর্ণ, নির্বিশেষে ফাগুনের এই দিনে, পেট্রোল বোমার আগুনে নয় ভালোবাসার আগুনে পুড়ে অঙ্গার হয়ে যাই..।
বাসন্তী রঙের ছটায় নিজের ফেসবুক ওয়াল রঙিন করে তুলেছেন ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সংসদ সদস্য আনোয়ারুল আবেদিন তুহিন।
তরুণ এ সাংসদ লেখেন, ‘ঋতুরাজ বসন্তের প্রথম দিন। পেট্রোল বোমা মেরে মানুষ হত্যার রাজনীতি কোনো বিবেকবান মানুষ করতে পারে না। যারা এ কাজটি করছে তারা মানুষ নয়, নরপশু। ঐক্যবদ্ধভাবেই এসব নরপশুদের প্রতিহত করতে হবে। ’
লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রসূন আজাদ তার ওয়ালে স্ট্যাটাস দিয়েছেন ঠিক এমন, ‘কেমনে গাঁথিব মালা, কেমনে বাজিব বেনু/ আবেগে কাপিছে আঁখি, বসন্ত এসে গেছে। ’
ঋতুরাজ বসন্তকে বরণ করতে ঢল নামে ময়মনসিংহ শহরের জয়নুল উদ্যান পার্কে। নতুন পোশাকে সজ্জিত হয়ে তরুণ-তরুণীরা যোগ দেয় বিভিন্ন অনুষ্ঠানে। বিশেষ করে খোপায় গাঁদা ফুল আর হলুদ শাড়ি পরে তরুণীদের ভিড়। তাদের দাবিও অভিন্ন, পেট্রোল বোমাবাজদের দৃষ্টান্তমূলক শাস্তি।
নিজেকে বাসন্তী রঙে সাজিয়ে পার্কে আসা সোহেলি আক্তার নামে এক তরুণী বলেন, বাঙালির স্বাধিকার থেকে স্বাধীনতা সব আন্দোলন হয়েছে বসন্তে। আর এবারের আন্দোলন হবে পেট্রোলবোমাবাজদের বিরুদ্ধে। চিরতরে এ ভাইরাস ডিলিট করতে হবে।
এসময় দৃঢ়কণ্ঠে তার সঙ্গীরাও প্রত্যাশা করেন, আগামী বছর যেন বসন্ত উৎসব হয় পেট্রোলবোমাবাজমুক্ত বাংলাদেশে।
বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৫