ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

খালেদার সাক্ষাতে অনুমতি পেলেন না নাসরিন সিদ্দিকী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৫
খালেদার সাক্ষাতে অনুমতি পেলেন না নাসরিন সিদ্দিকী খালেদা জিয়া ও নাসরিন সিদ্দিকী

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে প্রবেশের অনুমতি পেলেন না কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকীর স্ত্রী নাসরিন সিদ্দিকী।

শুক্রবার (১৩ফেব্রুয়ারি) রাত ৮টার পরে প্রায় আধ ঘণ্টা অপেক্ষা শেষে ফিরে যান তিনি।

তার সঙ্গে কৃষক শ্রমিক জনতা লীগের আরও ১০ নেতা উপস্থিত ছিলেন।

এর আগে সন্ধ্যা সাতটা ৪৮মিনিটে কাদের সিদ্দিকীর স্ত্রী নাসরিন সিদ্দিকীর নেতৃত্বে খালেদার গুলশান কার্যালয়ে যান ১১ সদস্য বিশিষ্ট এ প্রতিনিধি দল।  

নাসরিন সিদ্দিকী সাংবাদিকদের বলেন, খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে এসেছি। সম্প্রতি তার ছোট ছেলে মারা গেছেন, কিন্তু আমরা আসতে পারিনি। এছাড়া দেশের সংকট নিরসনে  গত ১৭দিন ধরে অবস্থান কর্মসূচি করছেন কাদের সিদ্দিকী। এ বার্তা পৌঁছে দিতেই আমরা এখানে এসেছিলাম।

‘কিন্তু আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আমাদের ভেতরে যেতে দেননি,কারণ জানতে চাইলে তারা বলেছেন, অনুমতি নেই’—বলেন তিনি।

নাসরিন সিদ্দিকী বলেন, এর আগে প্রধানমন্ত্রীর সঙ্গেও দেখা করতে গিয়েছিলাম, কিন্তু অনুমতি পাইনি। আজ  এখানে এসেও দেখা করতে ‍পারিনি।

প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান বীরপ্রতীক, যুগ্ম সম্পাদক ইকবাল সিদ্দীকী ও আনিসুর রহমান, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাহবুব হাসান রানা, যুব আন্দোলনের আহ্বায়ক হাবিব উন নবী সোহেল, ছাত্র আন্দোলনের আহ্বায়ক রিফাতুল ইসলাম দ্বীপ, যুগ্ম আহ্বায়ক কাওসার জামান খান, কৃষক শ্রমিক জনতা লীগ নেতা বিল্লাহ হোসেন এবং কাদের সিদ্দিকীর ব্যক্তিগত সচিব ফরিদ আহমেদ।
 
প্রায় আধ ঘণ্টা খালেদার কার্যালয়ের সামনে অপেক্ষা করে ৮টা ৮মিনিটে গাড়িতে করে চলে যান তারা।  

বাংলাদেশ সময়: ২১০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।