গাজীপুর: অপহরণের ৭ ঘণ্টা পর এক কলেজ ছাত্রীকে সাভারের আশুলিয়া থেকে উদ্ধার করেছে পুলিশ। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক বাসস্ট্যান্ড থেকে তাকে অপহরণ করে দুর্বৃত্তরা।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে অপহরণের পর বিকেল ৫টার দিকে ওই ছাত্রীকে উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, কালিয়াকৈর উপজেলার মৌচাক শিল্পাঞ্চলের বাসা থেকে মায়ের সঙ্গে গ্রামের বাড়ি টাঙ্গাইল যাওয়ার জন্য বের হন ওই ছাত্রী। সকাল ১০টার দিকে বাসস্ট্যান্ডে পৌঁছে মৌচাক পুলিশ ফাঁড়ির কাছে বাসের জন্য অপেক্ষা করছিলেন তারা।
এক পর্যায়ে একটি মাইক্রোবাস (চট্ট. মেট্টো-০২-৫২০২) নিয়ে এসে ৪/৫ জন যুবক ওই কলেজ ছাত্রীকে জোর করে গাড়িতে তুলে নিয়ে যায়। এ সময় তার মা বাধা দিলে তাকে মারধর করে ফেলে রেখে যায়।
পরে তার মা বাদী হয়ে কালিয়াকৈর থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ ঘটনার ৭ ঘণ্টা পর বিকেল ৫টার দিকে আশুলিয়া থানার গোয়ালবাড়ী এলাকার একটি বাড়ি থেকে তাকে উদ্ধার করে।
কালিয়াকৈর থানার মৌচাক ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. নায়েবুল ইসলাম জানান, অপহৃত কলেজ ছাত্রীকে উদ্ধার করা হলেও গাড়ি এবং অপরণকারীদের আটক করা সম্ভব হয়নি। পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়ি নিয়ে অপহরণকারীরা ওই ছাত্রীকে ফেলে রেখে পালিয়ে যায়।
বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩,২০১৫