ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

খুলনার ফুল মার্কেটে তরুণ-তরুণীদের ভিড়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৫
খুলনার ফুল মার্কেটে তরুণ-তরুণীদের ভিড় মানজারুল ইসলাম/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: রাত পোহালেই ১৪ ফেব্রুয়ারি (বিশ্ব ভালোবাসা দিবস)। ভালোবাসা দিবসে প্রিয়জনের হাতে ফুল দিয়ে ভালোবাসা না জানালে কি হয়? তাইতো প্রাণের উচ্ছ্বাসে ফুরফুরে মেজাজে খুলনার তরুণ-তরুণীরা ছুঁটে এসেছেন ফুল মার্কেটে।

ঘুরছেন, দেখছেন, কিনছেন।

ফুল কিনতে আসা এসব তরুণ-তরুণীরা জানান, দেশে রাজনৈতিক অস্থিরতা থাকলেও ভালোবাসা দিবসকে তারা ভালোভাবেই বরণ করতে চান। তাদের অভিযোগ, অন্য বছরগুলো থেকে এবার ফুলের দাম বেশি।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাসন্তী শাড়ি পড়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মৌমিতা ফারাজীপাড়া ফুল মার্কেটে ফুল কিনতে এসেছেন। সঙ্গে তার দুই বন্ধু। গোলাপ ফুল ও রজণীগন্ধা কেনার জন্য তিনি সেখানে এসেছেন।

মৌমিতা বলেন, ভালোবাসা দিবসে ফুল কিনেছেন একটু বেশি দামে। দেশের রাজনৈতিক অস্থিরতায় মানুষ ভুলে গেছে ভালোবাসা, ভ্রাতৃত্ববোধ। তাইতো ১৪ ফেব্রুয়ারি সবাই যেন সবাইকে ভালোবাসতে শেখে। এমন অনুরোধ জানান তিনি।      

ফারাজীপাড়া ফুল মার্কেটের ফুল ব্যবসায়ীরা বাংলানিউজকে জানান, খুলনা মহানগরীর সবচেয়ে বড় ফুলের মার্কেট এটি। মোট দোকান ১৩টি। বরাবরের মতো বেশি বিক্রি হচ্ছে গোলাপ ও রজনীগন্ধা। এছাড়াও বিক্রি হচ্ছে গ্যাডিউলাস, গাঁদা, অর্কিট, জবেরা, ভূট্টা, ইউলেস্টার ও জিবসি।

এসব ফুল যশোর, মেহেরপুর, ঝিনাইদাহ, ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে আমদানি হয় খুলনাতে।

তবে খুলনা থেকে কোনো ফুল দেশের কোনো জেলায় রপ্তানি করা হয় না।

ফুলেশ্বরী দোকানের মালিক আলমঙ্গীর হোসেন বাংলানিউজকে বলেন, শেষ মুহূর্তে বেচাকেনা ভালো হচ্ছে। তবে হরতাল-অবরোধ না থাকলে আরো ভালো হতো।

বাংলাদেশ সময় : ২১০৮ ঘন্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।