ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ধুনটে নিউমোনিয়ায় সেই নবজাতকের মৃত্যু

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৫
ধুনটে নিউমোনিয়ায় সেই নবজাতকের মৃত্যু

ধুনট(বগুড়া): বগুড়ার ধুনট উপজেলায় উদ্ধারকৃত অজ্ঞাতপরিচয় সেই নবজাতক (মেয়ে) নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।



বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে ধুনট-শেরপুর রোডের হুকুম আলী বাসস্ট্যান্ড এলাকায় একটি ভুট্টা ক্ষেতের ভেতর থেকে নবজাতককে উদ্ধারের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে পুলিশ।

ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মাবুবুজ্জামান এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, বুধবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৪/৫টার দিকে ফুটফুটে কন্যা শিশুটির জন্ম হয়। জন্মের পর থেকেই সে নিউমোনিয়ায় আক্রান্ত ছিল। বৃহস্পতিবার সকাল থেকে তাকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

এ অবস্থায় শুক্রবার বিকেল ৪টার দিকে তার শারীরিক অবস্থার অবনতি হয়। তাৎক্ষণিকভাবে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। কিন্ত ওই হাসপাতালে পৌঁছার আগেই নবজাতকের মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ২১১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।