বগুড়া: সারা দেশে বিএনপি-জামায়াত জোটের হরতাল-অবরোধের মধ্যে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ নৈরাজ্য ও পেট্রোল বোমায় মানুষ পুড়িয়ে হত্যার প্রতিবাদে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে শহরের সাত মাথায় সমাবেশ করেছে বগুড়া জেলা যুবলীগ।
বগুড়া জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাগর কুমার রায়ের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বগুড়া-১ (সারিয়াকান্দী-সোনাতলা) আসনের সংসদ সদস্য আব্দুল মান্নান এবং প্রধান বক্তা ছিলেন যুবলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ আবু আহমেদ নাসীম পাভেল।
প্রতিবাদ সমাবেশে বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ মজিবর রহমান মজনু, আওয়ামী লীগ নেতা ডা: মকবুল হোসেন, অ্যাডভোকেট রেজাউল করিম মন্টু, টিএম মুসা পেস্তা, আইনুল হক সোহেল, ইমারত আলী, রফি নেওয়াজ খান রবিন, আবু সুফিয়ান সফিক, আসাদুর রহমান দুলু, সামছুদ্দিন শেখ হেলাল, আলহাজ শেখ, শুভাশীষ পোদ্দার লিটন, আমিনুল ইসলাম ডাবলু, মাহফুজুল আলম জয়, শহিদুল ইসলাম দুলু, উদয় কুমার বর্মন, প্রভাষক আব্দুর রাজ্জাক ও লাইজিন আরা লীনাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সাংসদ আব্দুল মান্নান বলেন, বর্তমানে দেশে যা হচ্ছে এটাকে আন্দোলন বলে না। এটা সন্ত্রাস ও জঙ্গি কর্মকাণ্ড। জঙ্গি তৎপরতা চালিয়ে ও সন্ত্রাস করে বেগম জিয়া ক্ষমতায় যেতে পারবেন না। ক্ষমতায় যেতে হলে জনগণের ভোটের মাধ্যমে যেতে হবে।
বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৫