ঢাকা: হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ ভারতীয় মুদ্রাসহ এক পাকিস্তানি নাগরিককে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে বিমানবন্দরে ইমিগ্রেশন করার সময় পার হওয়ার সময় তাকে আটক করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, পাকিস্তানের ওই নাগরিক প্লেন থেকে নেমে বিমানবন্দরে ইমিগ্রেশনের কাজ সম্পন্ন করছিলেন। ওই ব্যক্তির কথাবার্তা অসংলগ্ন হলে বিষয়টি সন্দেহ হলে তাকে আলাদা জিজ্ঞাসাবাদ করে পুলিশ।
এ সময় তার লাগেজ থেকে বিপুল পরিমাণ ভারতীয় মুদ্রা জব্দ করা হয়।
পরে এসব মুদ্রাসহ ওই ব্যক্তিকে বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
কাস্টমস কর্তৃপক্ষের যুগ্ম কমিশনার কাজী মুহম্মদ জিয়া উদ্দিন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ২১৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৫