বান্দরবান: বান্দরবানের লামায় ১ কোটি ১০ লাখ টাকা ব্যয়ে নির্মিত ফায়ার সার্ভিস স্টেশন উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার মধুঝিড়ি এলাকায় এ স্টেশনটির উদ্বোধন করা হয়।
ফায়ার স্টেশনটি উদ্বোধন করেন- পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
এছাড়া, ত্রিপুরা সংসদ, কলেজ মসজিদ ও অফিসার্স ক্লাব ভবনের উদ্বোধন করেন তিনি।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বান্দরবান জেলা প্রশাসক মিজানুল হক চৌধুরী, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য কাজি মজিবর রহমান, লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামসুনাহার সুমি, সহকারী পুলিশ সুপার আল মাহামুদ হাসান, ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আবদুস সাত্তার প্রমুখ।
উদ্বোধন কালে প্রতিমন্ত্রী বলেন, জনগণের জানমাল রক্ষায় ফায়ার স্টেশনগুলোকে আরো আধুনিক করে গড়ে তোলা হবে। নতুন স্টেশনটির মাধ্যমে লামা ও আলীকদম উপজেলা এবং আশেপাশের এলাকায় অগ্নিনির্বাপণ ব্যবস্থা অনেক সহজতর হবে।
তিনি আরো বলেন, পূর্বে এসব এলাকায় ফায়ার স্টেশনের অভাবে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হতো। পার্শ্ববর্তী চকরিয়া ও জেলা সদর হতে ফায়ার সর্ভিসের ইউনিট ব্যবহার করে আগুন নেভানোর কাজ করা হতো।
এ সময় অগ্নিকাণ্ড এড়াতে স্থানীয়দেরকে সচেতন হওয়ার আহ্বান জানান প্রতিমন্ত্রী।
বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৫