মানিকগঞ্জ: মানিকগঞ্জের ঘিওরে অজ্ঞাত-পরিচয় (২৫) এক নারীর গলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার চঙ্গ শিমুলিয়া এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, বিকেলে স্থানীয়রা শিমুলিয়া এলাকার একটি ভুট্টা ক্ষেতে গলিত একটি মৃতদেহ দেখতে পায়। পরে, তারা পুলিশে খবর দেয়।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলম বাংলানিউজকে জানান, খবর পেয়ে অজ্ঞাত-পরিচয় ওই নারীর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পরে, ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে বলে জানান ওসি।
বাংলাদেশ সময়: ২১৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৫