ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

শ্রীপুরে থানার পাশে ২টি ককটেল বিস্ফোরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৫
শ্রীপুরে থানার পাশে ২টি ককটেল বিস্ফোরণ ফাইল ফটো

মাগুরা: মাগুরার শ্রীপুর থানার অদূরে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।



স্থানীয়রা বাংলানিউজকে জানান, রাতে শ্রীপুর থানার প্রাচীরের অদূরে বটতলা এলাকায় একটি নির্মাণাধীন বাড়ির ছাদে দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এ সময় বাজারের লোকজন সেখানে গেলে তারা পালিয়ে যান। এ ঘটনায় জনমনে আতংকের সৃষ্টি হয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ্ মোহাম্মদ আওলাদ হোসেন বাংলানিউজকে জানান, কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে সে সম্পর্কে খোঁজ খবর নেওয়া হচ্ছে। এ ঘটনার সঙ্গে যারা জড়িত তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। তবে, এ ঘটনায় আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

বাংলাদেশ সময়: ২১৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।