বগুড়া: হরতাল-অবরোধে জ্বালাও-পোড়াও ও সহিংসতাসহ নাশকতা বন্ধের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ বগুড়া জেলা শাখা।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে শহরের সাতমাথায় এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের জেলা সভাপতি ডা. এন সি বাড়ইয়ের সভাপতিত্বে কর্মসূচি শুরু হয়।
এসময় সংগঠনের নেতা কল্যাণ প্রসাদ পোদ্দার, নিরঞ্জন সিংহ, সেবাষ্টিন বিশ্বাস, বিমল সরকার, চন্দন চক্রবর্তী, গোপাল তেওয়ারী, শিপন রবিদাস প্রাণকৃষ্ণসহ অন্যরা উপস্থিত ছিলেন।
সমাবেশ থেকে বক্তারা দেশব্যাপী চলমান নাশকতা বন্ধে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি দাবি জানান।
বাংলাদেশ সময়: ২১৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৫