লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর-বেগমগঞ্জ সড়কের জকসিন এলাকায় যাত্রীবাহী বাসে দুর্বৃত্তদের ককটেল নিক্ষেপে তিন যাত্রী আহত হয়েছেন।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আলাউদ্দিন নামে আহত এক যাত্রীকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর দুইজন স্থানীয় ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন। তবে, তাদের নাম পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, নোয়াখালীর বেগমগঞ্জ থেকে আনন্দ পরিবহনের একটি বাস রায়পুর যাচ্ছিল। পথে লক্ষ্মীপুরের জকসিন এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। এতে তিনজন যাত্রী আহত হন।
লক্ষ্মীপুরের সহকারী পুলিশ সুপার (সদর) জুনায়েত কাউসার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। তাদের ধরতে পুলিশ মাঠে নেমেছে।
বাংলাদেশ সময়: ২১৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৫