রংপুর: রংপুরে পেট্রোল বোমাসহ ছাত্রদল ও শ্রমিক দলের ৩ জনকে আটক করেছে র্যাব।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে এক সংবাদ সম্মেলনে র্যাব-১৩ এর পরিচালক লে. কর্নেল কিসমত হায়াত বিষয়টি জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে নগরের কিশান কোল্ড স্টোরের পেছন থেকে পেট্রোল বোমাসহ দুই ছাত্রদলকর্মী ও শ্রমিক দলের এক জনকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন রংপুর কারমাইকেল কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র মোহাম্মদ লেলিন (২০), মিঠাপুর উপজেলার শুকুরেরহাট এলাকার আবুবক্কর সিদ্দিকের পুত্র আহসান হাবিব এবং শ্রমিক দলের কর্মী ও নগরের ভিআইপি খামার এলাকার নুরুজ্জামানের ছেলে রায়হান।
তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ২২০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৫