ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

সড়ক সংস্কারের দাবিতে সিলেটে সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৫
সড়ক সংস্কারের দাবিতে সিলেটে সমাবেশ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: সড়ক সংস্কারের দাবিতে সমাবেশ করেছে কোম্পানীগঞ্জ উপজেলাবাসী।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল ৪ টায় নগরীর কোর্ট পয়েন্টে সড়ক সংস্কার আন্দোলন স্টিয়ারিং কমিটির উদ্যাগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।



সমাবেশে বক্তারা বলেন, সিলেট-ভোলাগঞ্জ-দয়ারবাজার সড়কটি চলাচলের জন্য একেবারেই অনুপযোগী হয়ে পড়েছে। যার ফলে কোম্পানীগঞ্জের লেখাপড়া, ব্যবসা-বাণিজ্যসহ সব ধরনের কর্মকাণ্ড ঝিমিয়ে পড়েছে।

এ সময় বক্তারা এ সড়ক সংস্কারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নাসরিন জাহান ফাতেমার সভাপতিত্বে এবং কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেনের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, ভোলাগঞ্জ-দয়ারবাজার সড়ক সংস্কার আন্দোলন স্টিয়ারিং কমিটির সদস্য সচিব শাব্বির আহমদ, ভোলাগঞ্জ চুনাপাথর আমদানিকারক ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মিন্টু।

অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ নেতা মন্তাজ আলী, ব্যবসায়ী ইব্রাহিম আল আজাদ, সিলেট-কোম্পানীগঞ্জ বাসমালিক সমিতির নেতা কয়েছুর রহমান, অটো রিকশা শ্রমিক ইউনিয়ন সভাপতি আব্দুল মন্নান, অ্যাডভোকেট ফরহাদ খন্দকার, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক আবিদুর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।