গাজীপুর: গাজীপুর মহানগরীর ধীরাশ্রম এলাকা থেকে উদ্ধার করা অস্ত্র, গুলি ও ম্যাগজিন জয়দেবপুর থানায় জমা দিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় র্যাব-১ জয়দেবপুর থানায় উদ্ধার করা অস্ত্র ও গুলি জমা দেয়।
জয়দেবপুর থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) ফৌজিয়া সুলতানা এ তথ্য জানান।
ফৌজিয়া সুলতানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১ এর একটি দল ধীরাশ্রম এলাকায় ঢাকা-ময়মনসিংহ রেললাইনের পাশ থেকে শুক্রবার ভোরে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও এক রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করে। এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি র্যাব।
বাংলাদেশ সময়: ২২১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩,২০১৫