ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

কালাইয়ে ট্রাক পুকুরে পড়ে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৫
কালাইয়ে ট্রাক পুকুরে পড়ে নিহত ১

জয়পুরহাট: জয়পুরহাটের কালাই-ক্ষেতলাল সড়কের আঁচা গ্রামে আলু বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি)  রাত আটটার দিকে এ ঘটনা ঘটে।



কালাই থানা সূত্রে জানা গেছে, কালাইয়ের হারুঞ্জা গ্রামে ৩৫০ বস্তা আলু লোড করে ট্রাকটি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার উদ্দেশে রওনা হয়। পথে কালাই-ক্ষেতলাল সড়কের আঁচা গ্রামে বিপরীত দিক থেকে আসা অন্য একটি গাড়িকে সাইড দিতে গিয়ে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। এতে আলুর বস্তা চাপা পড়ে ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলী বাংলানিউজকে জানান, রাত পৌনে ১০টা পর্যন্ত নিহত ব্যক্তিকে সনাক্ত করা সম্ভব হয়নি। তবে স্থানীয় শ্রমিকরা আলুর বস্তা নামানো শুরু করেছেন। ট্রাকটি নিরাপদে সরাতে পারলেই  মৃতদেহটি সনাক্ত করা যাবে বলে ওসি জানান।

এদিকে, স্থানীয়দের ধারণা নিহত ব্যক্তি ওই ট্রাকের হেলপার হতে পারে। ঘটনার পর ট্রাক চালক পালিয়ে গেছে বলে স্থানীয়রা জানান।

বাংলাদেশ সময়: ২৩৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।