গাজীপুর: গাজীপুর জেলার মহানগরের নলজানী এলাকায় টার্গেট গার্মেন্ট নামে একটি পোষাক তৈরি কারখানার পেছনে ঝুটের গোডাউনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে দু’টি ইউনিট কাজ করছে।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আক্তারুজ্জামান লিটন এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।
বাংলাদেশ সময়: ২৩৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৫