গাজীপুর: গাজীপুর সদর উপজেলার মনিপুর গ্রামে স্ত্রী ময়না বেগমকে (৩০) শ্বাসরোধ করে হত্যার পর স্বামী মনিরুল ইসলাম মনির (৪০) আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।
শুক্রবার ( ১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে গাজীপুর সদর উপজেলার মনিপুর মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা উভয়েই স্থানীয় এলিগেন্স পোষাক কারখানার শ্রমিক। তারা মনিপুরে ভাড়া বাড়িতে থাকতেন। তাদের স্থায়ী বাড়ি চুয়াডাঙ্গা জেলায়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, তাদের মধ্যে মাঝেমধ্যে কলহ লেগে থাকত। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে মনিরুল ইসলাম তার স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার পর উড়না দিয়ে ঘরের আঁড়ার সঙ্গে মৃতদেহ ঝুলিয়ে রাখেন। পরে মনিরুল ইসলাম ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন।
জয়দেবপুর থানাধীন হোতাপাড়া পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হারুনর রশিদ এ তথ্য নিশ্চিত করে বলেন, মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন দু’জনেরই মৃতদেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে এটা হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া পরেই জানা যাবে।
বাংলাদেশ সময়: ২৩৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৫