ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন লাইনচ্যুত

তদন্ত কমিটি গঠন, সহকারী স্টেশন মাস্টার বরখাস্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৫
তদন্ত কমিটি গঠন, সহকারী স্টেশন মাস্টার বরখাস্ত

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন আউটারের পুনিয়াউট রেলগেট এলাকায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর চট্টলা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ দু’টি বগির কয়েকটি চাকা লাইনচ্যুত হওয়ার ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

পূর্বাঞ্চল রেলওয়ের সহকারী পরিবহন কর্মকর্তা মুজিবুর রহমানকে আহ্বায়ক করে শুক্রবার রাতে তিন সদস্যের তদন্ত কমিটি করা হয়।



এদিকে, দুর্ঘটনার প্রাথমিক কারণ হিসেবে ওই রেলপথের ২৯ নম্বর ইন্টারলকিং পয়েন্ট সেটআপ না হওয়াকে দায়ী করা হচ্ছে। সেজন্য দায়িত্বে অবহেলা থাকায় ব্রাহ্মণবাড়িয়া স্টেশনের মাস্টারের দায়িত্বরত সহকারী স্টেশন মাস্টার মো. মাইনুল হককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

পূর্বাঞ্চল রেলওয়ের ব্যবস্থাপক কামরুল হাসান মোবাইল ফোনে বাংলানিউজকে তদন্ত কমিটি গঠনসহ সহকারী স্টেশন মাস্টার বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, তদন্ত কমিটিকে আগামী তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

বিকেল সাড়ে চারটার দিকে ব্রাহ্মণবাড়িয়া স্টেশন যাত্রা বিরতি করে ছেড়ে যাওয়ার পরপরই ট্রেনটির ইঞ্জিন ও এর দু’টি বগির কয়েকটি চাকা লাইনচ্যুত হয়। এ দুর্ঘটনার পর ঢাকাগামী (আপ লাইনে) ট্রেন চলাচল বন্ধ থাকে। তবে ডাবল লাইন থাকায় ডাউন লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল।

বাংলাদেশ সময়: ২৩৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৫

** ব্রাহ্মণবাড়িয়ায় লাইনচ্যুত ট্রেন উদ্ধার
** ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন লাইনচ্যুত

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।