ঢাকা: রাজধানীর শান্তিনগরে সিএনজি চালিত একটি অটোরিকশায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে নয়টার দিকে টুইন টাওয়ারের সামনে দাঁড়িয়ে থাকা ওই অটোরিকশায় আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের দায়িত্বরত কর্মকর্তা মোহাম্মদ আলী বাংলানিউজকে জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলে।
বাংলাদেশ সময়: ০২০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫।