মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলায় আব্দুল আলীম (৫০) নামে এক গাঁজা বিক্রেতাকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল আমিন এ দণ্ডাদেশ দেন।
আব্দুল আলীম পার্শ্ববর্তী চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার হারদী হঠাৎপাড়া এলাকার দিদার খন্দকারের ছেলে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল আমিন বাংলানিউজকে জানান, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৬) গাংনী ক্যাম্পের কমান্ডার এএসপি উৎপল রায় ৭শ’ গ্রাম গাঁজাসহ আব্দুল আলীমকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে।
বিচারে দোষী প্রমাণিত হওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯ এর ক ধারা মতে তাকে এক বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
আব্দুল আলীমকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
র্যাব-৬ গাংনী ক্যাম্পের কমান্ডার এএসপি উৎপল রায় বাংলানিউজকে জানান, শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে গোপন সংবাদে অভিযান চালিয়ে আব্দুল আলীমকে তার বাড়ি থেকে ৭শ’ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।
বাংলাদেশ সময়: ০২০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫