গাজীপুর: গাজীপুর জেলার মহানগরের নলজানী এলাকায় টার্গেট গার্মেন্ট নামে একটি পোষাক তৈরির কারখানার পেছনে ঝুটের গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দিনগত রাত সাড়ে ১১টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আক্তারুজ্জামান লিটন বলেন, রাত সাড়ে ১০টার দিকে আগুন লাগার খবর পেয়ে সদর থেকে দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিভায়। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।
বাংলাদেশ সময়: ০২১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫
** গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন