নওগাঁ: নওগাঁর মহাদেবপুর উপজেলার মহিষবাথান মোড়ে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষে আবু তাহের (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দিনগত রাত আটটার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত আবু তাহের মহিষবাথান গ্রামের মৃত খাদেম আলীর ছেলে। আহতদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হয়েছে। তবে তাদের নাম পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, মহিষবাথান মোড়ের একটি পৈত্রিক জমির দখল নিয়ে আবু তাহের ও তার সৎ ভাই হায়দার আলীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ বিরোধকে কেন্দ্র করে সন্ধ্যায় তাদের মধ্যে সংঘর্ষ বাধে। এসময় প্রতিপক্ষ হায়দার আলীর লোকজনের হামলায় ঘটনাস্থলেই মারা যান আবু তাহের।
মহাদেবপুর থানার উপ পরিদর্শক (এসআই) ইকবাল পাশা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে রাত নয়টার দিকে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
তিনি জানান, ঘটনার পর হামলাকারীরা পালিয়ে গেছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ০২২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫