ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় মৎস্য খামার পাহারাদার গুলিবিদ্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫
আশুলিয়ায় মৎস্য খামার পাহারাদার গুলিবিদ্ধ

সাভার: সাভারের আশুলিয়ায় হালিম মিয়া নামে এক মৎস্য খামার পাহারাদারের পায়ে গুলি করেছে দুর্বৃত্তরা।
 
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে আশুলিয়ার চানগাঁও গ্রামে মুলমদি চেয়ারম্যানের মৎস্য খামারের সামনে এ ঘটনা ঘটে।



এ সময় গুলির শব্দে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যান। পরে গুলিবিদ্ধ হালিম মিয়াকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়।

হালিম মিয়া আশুলিয়ার চানগাঁও গ্রামের মুলমদি চেয়ারম্যানের মাছের খামার দেখাশোনা করেন।

গুলিবিদ্ধ হালিম বাংলানিউজকে জানান, রাতে তিনি মাছের খামারে কাজ করছিলেন। একপর্যায়ে খামার থেকে বের হয়ে রাস্তার সামনে এলে হঠাৎ কয়েকজন লোক এসে তার ওপর চড়াও হয়। পরে কিছু বুঝে ওঠার আগেই তার পায়ে গুলি করে তারা। এ সময় স্থানীয়রা এগিয়ে এলে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা।

মৎস্য খামার সংক্রান্ত কোনো শত্রুতার জের ধরে এমন ঘটনা ঘটে থাকতে পারে বলে তিনি জানান।

খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ চানগাঁও এলাকা পরিদর্শন করেছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানায়।

বাংলাদেশ সময়: ১০৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।