কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের চিলাকারা এলাকায় পেট্রোল বোমা মেরে একটি মাইক্রোবাস পুড়িয়ে দিয়েছে অবরোধকারীরা।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রাতে মাইক্রোবাসটি ঢাকা থেকে কিশোরগঞ্জ যাচ্ছিল। পথে ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কের চিলাকারা এলাকায় পৌঁছুলে একদল অবরোধকারী গাড়ি লক্ষ্য করে পেট্রোল বোমা ছোড়ে। এসময় গাড়িতে শুধু চালক ছিলেন। হামলার পরপর গাড়ি থেকে নেমে পড়ায় তিনি আহত হননি। পরে স্থানীয় লোকজন রাস্তার পাশের পুকুর থেকে পানি এনে আগুন নেভায়। কিন্তু ততক্ষণে মাইক্রোবাসটি সম্পূর্ণ পুড়ে যায়।
সকালে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির রব্বানী জানান, এ হামলার ঘটনায় কেউ আহত হয়নি। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১১০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫