ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

রাজশাহীর ললিত নগরে ট্রেন লাইনচ্যুত: উদ্ধারকাজ চলছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫
রাজশাহীর ললিত নগরে ট্রেন লাইনচ্যুত: উদ্ধারকাজ চলছে

রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ললিত নগরে ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় উদ্ধার কাজ চলছে। কাজ শেষে করে চাঁপাইনবাবগঞ্জ-ঈশ্বরদী রুটে ট্রেন চলাচল করতে সময় লাগতে পারে আরও ২-৩ ঘণ্টা।



পশ্চিম রেলের সুপারিনটেনডেন্ট আবদুল করিম বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

এদিকে, শনিবার সকালে পশ্চিমাঞ্চল রেলের জিএম খায়রুল আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় তিনি দ্রুত কাজ শেষ করে ট্রেন চলাচল স্বাভাবিক করার নির্দেশ দেন।

পশ্চিম রেলের সুপারিনটেনডেন্ট আবদুল করিম বাংলানিউজকে জানান, ভোর ৪টার দিকে ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে গিয়ে পৌঁছায়। বর্তমানে সেখানে লাইনচ্যুত হওয়া ট্রেনের ইঞ্জিনসহ দুইটি বগি উদ্ধারের কাজ চলছে। তা শেষ হতে আরও ২-৩ ঘণ্টা সময় লাগবে। তাই এখন চাঁপাইনবাবগঞ্জের পরিবর্তে রাজশাহী রেলস্টেশন থেকে সিক্সডাউন লোকাল ট্রেন ঈশ্বরদীর মধ্যে চলাচল করছে।
  

এর আগে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ললিত নগরে রেল লাইনের ফিসপ্লেট খুলে ফেলায় চাঁপাইনবাবগঞ্জ থেকে ঈশ্বরদীগামী ৫৬৪ লোকাল ট্রেনের ইঞ্জিনসহ দুইটি বগি লাইনচ্যুত হয়। গতকাল শুক্রবার দিনগত রাত ১২টার দিকে গোদাগাড়ীর ললিতনগর স্টেশনের ৫০০ মিটার দূরে এ ঘটনা ঘটে।
ঘটনার পর থেকে চাঁপাইনবাবগঞ্জ-ঈশ্বরদী রুটের লোকাল ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

রাজশাহীর গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) ফরহাদ হোসেন বাংলানিউজকে জানান, ৫৬৪ লোকাল ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী হয়ে ঈশ্বরদী যাওয়ার কথা ছিল। পথে ললিতনগর স্টেশনের কাছে আসলে ট্রেনটি লাইনচ্যুত হয়। নাশকতাকারীরা রেল লাইনের ফিসপ্লেট খুলে ফেললে এ দুর্ঘটনা ঘটে। তবে ট্রেনটির গতি কম থাকায় ইঞ্জিনসহ একটি বগি লাইনচ্যুত হয়েছে।

ওসি আরও জানান, একটি মালবাহী ও দুইটি যাত্রীবাহী বগিসহ মোট তিনটি বগি নিয়ে ইঞ্জিনটি আসছিল। লাইনচ্যুত হওয়ার পর যাত্রীরা বিকল্প উপায়ে রওনা দেয়। খবর পেয়ে পুলিশ ফোর্স নিয়ে তিনি ওই এলাকায় যান এবং আশপাশের এলাকায় অভিযান চালান। তবে কেউ আটক হয়নি।  

বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫

** ফিসপ্লেট খুলে ফেলায় ট্রেনের ইঞ্জিনসহ বগি লাইনচ্যুত

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।