ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় মার্কেটে আগুন, ৫ দোকান পুড়ে ছাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫
ব্রাহ্মণবাড়িয়ায় মার্কেটে আগুন, ৫ দোকান পুড়ে ছাই ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া শহরের ছাতিপট্টি এলাকার একটি মার্কেটে  আগুন লেগে পাঁচটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।



শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে এ অগ্নিকাণ্ড হয়।

ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মুজিবর রহমান চৌধুরী জানান, সকালে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে মার্কেটে আগুন লাগে। খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর, আশুগঞ্জ ও আখাউড়া  থেকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এসে আগুন নেভায়।

কিন্তু ততক্ষণে তিনটি ফামের্সি ও একটি জুতার দোকানসহ পাঁচটি দোকান পুড়ে গেছে।

এতে প্রায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে দাবি করে ব্যবসায়ীরা জানান, শনিবার এই মার্কেট বন্ধ থাকে। এজন্য আগুন লাগার বিষয়টি তাৎক্ষণিকভাবে বুঝতে পারেনি স্থানীয় লোকজন।  

বাংলাদেশ সময়: ১১২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।