ঢাকা: ‘সহিংসতা নয়, ভালোবাসা চাই’ স্লোগানে সামনে রেখে রাজনৈতিক সহিংসতার প্রতিবাদে মানববন্ধন করেছে বিশ্ব ভালবাসা দিবস উদযাপন পরিষদ।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, পেট্রোল বোমা নয়, গোলাপ চাই। রাজনৈতিক কর্মসূচির নামে মানুষ হত্যা ও সহিংসতা বন্ধ করে মানুষকে ভালোবাসতে হবে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মুফদি আহমেদ, সাধারণ সম্পাদক রাশেদ আহমেদ, অনুষ্ঠান সমন্বয়ক সাদেক মাহামুদ প্রমুখ।
বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫