ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

রাজনীতি দেশের বাইরে চলে যাচ্ছে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫
রাজনীতি দেশের বাইরে চলে যাচ্ছে ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশের  রাজনীতি দেশের বাইরে চলে যাচ্ছে বলে মন্তব্য করেছেন সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় রাজধানীর শাহবাগ জাতীয় যাদুঘরের সামনে সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত মানববন্ধনে তিনি এ কথা বলেন।



সাখাওয়াত হোসেন বলেন, দেশের চলমান রাজনৈতিক সংকট নিরসনে বিশিষ্ট নাগরিকদের নেওয়া সংলাপের উদ্যোগ ব্যর্থ হলে বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে।

বাংলাদেশ নিয়ে জাতিসংঘের উদ্বেগের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, এটা আমাদের দেশ ও রাজনীতিবিদদের জন্য ভালো নয়। সংকট নিরসনে সরকারকেই দায়িত্ব নিতে হবে। প্রতিপক্ষকে রাজনীতি করার সুযোগ দিতে হবে।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সুজন সভাপতি  এম হাফিজ উদ্দিন খান, সাধারণ সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, নির্বাহী সদস্য ড. হামিদা হোসেন, সিপিবির নেতা রুহিন হোসেন প্রিন্স প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।